সোমবার, ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মায়ের হাতে শিশু কন্যা হত্যা ! বাঁধা দিতে গিয়ে বাবা মা বোন সহ আহত ৩
লালমোহনে মায়ের হাতে শিশু কন্যা হত্যা ! বাঁধা দিতে গিয়ে বাবা মা বোন সহ আহত ৩
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি : লালমোহনে রুনা বেগম নামের এক মা তার নিজের শিশু কন্যা রুপাকে গলা টিপে হত্যা করেছে ।
সোমবার সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড উঃ হরিগঞ্জ এলাকার কামালের বাড়ীতে এ ঘটনাটি ঘটে ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রুনা বেগমের স্বামী প্রবাসে থাকার সুবাধে সে দীর্ঘদিন যাবৎ বাবার বাড়িতেই থাকত । রুনা বেগমের দু সন্তান রুপা (৭) ও তামিম (২) ।
তার শিশু কন্যা রুপা ছিল প্রতিবন্ধি ।
সোমবার সন্ধ্যায় রুনা বেগম হঠাৎ করেই তার শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে।
এসময় রুনা বেগম কে বাঁধা দিতে গিয়ে তার দায়ের কোপে বাবা কামাল হোসেন ( ৫৫), মাতা রেনু বেগম (৩৫) ও ছোট বোন তানিয়া (১২) গুরুত্বর আহত হয় ।
তাদের আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রুনা কে আটক করে এবং রুনার হামলায় আহত বাবা, মা, বোন কে লালমোহন সদর হাসপাতালে নিয়ে আসে।
সংবাদ শুনে সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো:রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ।
পরবর্তীতে লালমোহন থানা পুলিশ কামাল হোসেনের বাড়ি থেকে আটক রুনা কে উদ্ধার করে লালমোহন থানায় নিয়ে আসে ।