সোমবার, ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে বিএনপি কর্মীদের পিটিয়ে পুলিশে সোর্পদ
দৌলতখানে বিএনপি কর্মীদের পিটিয়ে পুলিশে সোর্পদ
লালমোহন বিডিনিউজ ,ভোলা সংবাদদাতা : ভোলার দৌলতখানে বিএনপি কর্মীদের কে পিটিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে বলে জানা গেছে ।
জানা যায়, দৌলতখানে আত্মীয়ের পরিচয় দিয়ে বিএনপির কর্মী মিল্লাত, মামুন, মিরাজ, ইসমাইলকে বাড়ি থেকে ডেকে এনে এলোপাতাড়ি ভাবে লাঠি ও রট দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে সরকার দলীয় কর্মীরা ।
রবিবার রাত ১০ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের সহযোগীতায় আহতদেরকে দৌলতখান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, রবিবার রাত আনুমানিক ১০ টার দিকে সৈয়দপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মনির তাদেরকে ফোন করে ইউনিয়ন পরিষদের কাছে আসতে বলে, একে একে সবাইকে ফোন করে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে মনির এর নেতৃত্বে কামাল ছেরাং, হান্নান, রিপন, নুরইসলাম, রোকনসহ ২০/২৫ জন সরকার দলীয় ক্যাডার তাদেরকে এলোপাতাড়ি ভাবে লাঠি ও রট দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়ে রাস্তার পাশে ফেলে রাখেন।
এরপর তাদের ডাক চিৎকারে আত্মীয় স্বজন দৌড়ে এলে ও সন্ত্রাসীদের ভয়ে কিছু বলতে পারেনি।
পরবর্তীতে থানায় ফোন করে পুলিশ এনে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন যুবলীগ সভাপতি মনির।
এরপর পুলিশ আহতদের চিকিৎসার জন্য দৌলতখান হাসপাতালে পাঠিয়ে দেন।
এ বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, মারামারির কথা শুনে পুলিশ পাঠিয়ে তাদেরকে থানায় এনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।
vs/ss