
সোমবার, ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বাসের চাপায় অটোরিক্সা চালক নিহত
বোরহানউদ্দিনে বাসের চাপায় অটোরিক্সা চালক নিহত
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মিলন বাজার সংলগ্ন চরফ্যাসন থেকে আসা ভোলা গামী বাসের চাপায় ব্যাটারী চালিত অটোরিক্সা চালক নকিব (২৮) নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় ভোলা - ব-০৫-০০১১ নাজমা পরিবহন বাসের চাপায় এই ঘটনা ঘটে। নিহত নকিব বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মজিবল হকের ছেলে। এস্থানীয় লোক জানায়, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সা টি চাপা দিয়ে খাদে পরেযায় এই সময় রিক্সা চালক নকিবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনর্চাজ, অসীম কুমার সিকদার জানান, বাস চাপায় ১ জন নিহত হয়েছে বিষয় টি আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।