শনিবার, ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রবাসীর ঘর চুরি, চোরকে আটক করেছে এলাকাবাসী
লালমোহনে প্রবাসীর ঘর চুরি, চোরকে আটক করেছে এলাকাবাসী
লালমোহন বিডিনিউজ: লালমোহনে দিনেদুপুরে প্রবাসীর ঘর চুরির সময় সুজন নামের এক চোর কে আটক করেছে এলাকাবাসী ।
শনিবার মাগরিব নামাজের সময় পৌর ১২নং ওয়ার্ড স্বর্নকার বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে ।
ঐ বাড়ীর সোবহান ডুবাইয়ের ঘর চুরির সময় এলাকাবাসী সুজন নামের এক চোর কে হাতেনাতে ধরে ফেলে ।
এ সময় ধৃত সুজন কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চরভুতা ৮নং ওয়ার্ড তালপাতারহাট বাদুররা বাড়ির ইউসুফের ছেলে সে ।
চুরির সময় তার সাথে সুমন ও মিজান নামের আরো দুজন ছিল । তারা অন্য আরেক ঘর থেকে মোবাইল সেট চুরি করে পালিয়ে গেছে ।
চরভূতা ৮নং ওয়ার্ড এলাকার মঞ্জু মিঝির নির্দেশে সুমন,মিজান ও সুজন উপজেলার বিভিন্ন এলাকায় চুরি করে বলে জানায় ধৃত সুজন ।
এ সম্পর্কে চরভুতা ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: কামাল মিঝির সাথে আলাপকালে তিনি বলেন, সুজন এলাকাতে বিভিন্ন সময় চুরি করে পালিয়ে যেত ।
কামাল মিঝির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বিকার করে বলেন, সুজন অনেক আগে থেকেই চুরি করে বেড়াচ্ছে । ও কেন আমার নাম ব্যবহার করেছে আমার জানা নেই ।