শনিবার, ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রধান শিক্ষকের বিরুদ্বে অনিয়ম দূর্নীতি ও জালিয়াতির অভিযোগ ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রধান শিক্ষকের বিরুদ্বে অনিয়ম দূর্নীতি ও জালিয়াতির অভিযোগ ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, এম,আর,পারভেজ : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের এক স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্বে অনিয়ম, দূর্নীতি ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে যানা যায়, উপজেলার ধলীগৌরনগরের উঃ চরমোল্লাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কয়ছর আহমদ তার বিদ্যালয়ের( জমিন দাতা ) ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফার রির্টানের স্বাক্ষর জাল করে গত মাসের বিল ও গত রমযানের ঈদ বোনাস উত্তোলন করেন। সরকার প্রতিবছর স্কুল মেরামতের জন্য(ক্ষুদ্র মেরামত) ও সিলিপের জন্য বাৎসরিক ৫০ হাজার টাকা বরাদ্দ দিলে ও প্রধান শিক্ষক নিজেই এ সকল টাকা আত্যসাৎ করে আসছে । অথচ ঐ বিদ্যালয়ের ব্যাঞ্চ হাই ব্যাঞ্চ ও টেবিলের অবস্থা খুবই নাজুক। এমনকি পরিবেশ গত দিক দিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদানের মানসম্মত ব্যবস্থা নেই। অভিযোগ এর আলোকে আরও যানা যায়, প্রধান শিক্ষক নিজের খামখেয়ালীপনা ও স্বেচ্ছাচারিতার কারনে বিদ্যালয়ের প্রায় ৫০% ছাত্র ছাত্রী প্রথমিক উপবৃত্তি থেকে বঞ্চিত। সরকার শিক্ষার মান উন্নয়নের স্বার্থে ১০০% উপবৃত্তি প্রদান করলেও এ প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতার কারনে প্রায় অর্ধেক মেধাবী ছাত্র ছাত্রীদের উপবৃত্তি থেকে বঞ্চিত করেছেন। এ স্কুলে ছাত্র ছাত্রীদের পাঠদানের সুসম্মত ও সঠিক ব্যাবস্থা না থাকায় ছাত্র ছাত্রীরা প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে।এ ছাড়াও প্রধান শিক্ষক অফিসিয়াল বিভিন্ন কাজের অজুহাতে বিদ্যালয়ে নিয়মিত আসেন না। এলাকার অভিভাবকরা এই বিদ্যালয়ের প্রতি ক্ষোভ দেখিয়ে তাদের ছেলে মেয়েদের অন্য বিদ্যালয়ে ভর্তি করাবেন বলে প্রতিবেদককে যানান। ওই এলাকার সচেতন মহলের দাবী কতৃপক্ষ যেন এ দূর্নীতিবাজ প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক কয়ছর আহদের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন বিলফরমে সভাপতির স্বাক্ষর লাগেনা , তবে রিটার্নে স্বাক্ষর লাগে, অন্য সদস্যদের স্বাক্ষর নিয়ে বিল ও বোনাস উত্তলন করেছি। তবে তিনি দাম্ভোক্তি দিয়ে বলেন যদি তদন্ত আসে তাহলে প্রমান করবো আমি জালিয়াতি করেছি কিনা। এ ব্যাপারে উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহাম্মদ ব্যাস্ত থাকার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি, এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল আরিফ জানান আমি লিখিত অভিযোগ পেলে তদ্বন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্বে আইন গত ব্যাবস্থা নিব।