শুক্রবার, ১৫ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন
ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন
ভোলা সংবাদদাতা: ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে মাস ব্যাপী হাজার টাকার জমজমাট কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আজ শেষ। বুধবার বিকাল থেকে ফাইনাল রাইন্ড শুরু হয়। একই সঙ্গে চলছে স্কুল শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। কুইজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী পায় ৫হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার ও তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা। নবম ও দশম শ্রেনী গ্রুপে পুরস্কার প্রাপ্তরা প্রথম নুসরাত জাহান, দ্বিতীয় মোবাশ্বেরা, তৃতীয় সামেনুর হক। বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, জেল পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ও প্রধান শিক্ষক এমএম মনিরুজ্জামান। অনুষ্ঠানে কয়েক কয়েক হাজার শিক্ষার্থী অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।