বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » অবশেষে মুক্তিপণে মুক্তি মিলল মনপুরার ৫ জেলের প্রশাসনের তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ
অবশেষে মুক্তিপণে মুক্তি মিলল মনপুরার ৫ জেলের প্রশাসনের তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ
লালমোহন বিডিনিউজ, সীমান্ত হেলাল মনপুরা: ভোলা মনপুরার মেঘনা থেকে অপহৃত ৬ জন জেলের মধ্যে ৫ জন দুই লক্ষ টাকা মুক্তিপণের মাধ্যমে ফিরে আসতে সক্ষম হয়েছেন ।
ফিরে আসা জেলেরা হলেন, কামাল মাঝি, বাতেন মেস্তরী, জাহের বাবুর্চি, নেজু মাঝি, কবির মাঝিসহ ১টি ফিসিংবোট । মুক্তিপণের টাকা না দেয়ায় তালতলা ঘাট এলাকার শফিক মাঝি নামের একজনের ভাগ্যে মুক্তি মেলেনি ।
মুক্তি পাওয়া জেলেরা বৃহস্পতিবার সকাল ১১টায় সাকুচিয়ার মাঝির ঘাট এসে পৌছে।
অপহরণের ১৮ ঘন্টা পর অপহৃত জেলেরা উদ্ধার হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ফিরে আসা জেলেরা জানান, কামাল মাঝি, গত বুধবার ভোর রাতে ৫টায় চরপাতালিয়া সংলগ্ন চর থেকে মাছ ধরা অবস্থায় হাতিয়ার জলদস্যু বাহিনী আমাদের বোট থেকে ৩ জন জেলেসহ সর্বমোট ৬ জন জেলেকে ধরে নিয়ে যায়।
গভীর সাগরে নিয়ে জিম্মি করে আমাদের কে মারধর করে। টাকা পাওয়ার পর তারা আমাদের ছেড়ে দেন। বলেন তোদের জামিন হয়েছে। আমাদের মোট ৬ জেলের মধ্যে ৫ জেলেকে ছেড়ে দিয়েছেন বাকি ১ জনের মুক্তিপনের টাকা না পেয়ে তালতলা ঘাটের শফিক মাঝিকে আটকে রেখেছে ।
জেলেরা অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনকে জানালে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। হাতিয়া জোনের কোস্টগার্ড মোটেও সহযোগীতা করে না। জলদস্যুদের ভয়ে জেলেরা মাছ ধরতে সাহস পাচ্ছে না।
এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান বলেন, আমরা ঘটনা শুনার পরপরই ঘটনাস্থলে গিয়ে অপহৃত জেলেদের উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা তদবির করি। অপহৃত ৬ জন জেলের মধ্যে ৫ জন জেলে উদ্ধার হয়েছে। অপর ১ জনকে উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি।আব
লালমোহন বিডিনিউজ: ভোলা মনপুরার মেঘনা থেকে অপহৃত ৬ জন জেলের মধ্যে ৫ জন দুই লক্ষ টাকা মুক্তিপণের মাধ্যমে ফিরে আসতে সক্ষম হয়েছেন ।
ফিরে আসা জেলেরা হলেন, কামাল মাঝি, বাতেন মেস্তরী, জাহের বাবুর্চি, নেজু মাঝি, কবির মাঝিসহ ১টি ফিসিংবোট । মুক্তিপণের টাকা না দেয়ায় তালতলা ঘাট এলাকার শফিক মাঝি নামের একজনের ভাগ্যে মুক্তি মেলেনি ।
মুক্তি পাওয়া জেলেরা বৃহস্পতিবার সকাল ১১টায় সাকুচিয়ার মাঝির ঘাট এসে পৌছে।
অপহরণের ১৮ ঘন্টা পর অপহৃত জেলেরা উদ্ধার হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ফিরে আসা জেলেরা জানান, কামাল মাঝি, গত বুধবার ভোর রাতে ৫টায় চরপাতালিয়া সংলগ্ন চর থেকে মাছ ধরা অবস্থায় হাতিয়ার জলদস্যু বাহিনী আমাদের বোট থেকে ৩ জন জেলেসহ সর্বমোট ৬ জন জেলেকে ধরে নিয়ে যায়।
গভীর সাগরে নিয়ে জিম্মি করে আমাদের কে মারধর করে। টাকা পাওয়ার পর তারা আমাদের ছেড়ে দেন। বলেন তোদের জামিন হয়েছে। আমাদের মোট ৬ জেলের মধ্যে ৫ জেলেকে ছেড়ে দিয়েছেন বাকি ১ জনের মুক্তিপনের টাকা না পেয়ে তালতলা ঘাটের শফিক মাঝিকে আটকে রেখেছে ।
জেলেরা অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনকে জানালে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। হাতিয়া জোনের কোস্টগার্ড মোটেও সহযোগীতা করে না। জলদস্যুদের ভয়ে জেলেরা মাছ ধরতে সাহস পাচ্ছে না।
এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান বলেন, আমরা ঘটনা শুনার পরপরই ঘটনাস্থলে গিয়ে অপহৃত জেলেদের উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা তদবির করি। অপহৃত ৬ জন জেলের মধ্যে ৫ জন জেলে উদ্ধার হয়েছে। অপর ১ জনকে উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি।