বুধবার, ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার মেঘনায় ট্রলার সহ ৬ জেলে অপহরন উদ্ধারে কোস্টগার্ড ও পুলিশের অভিযান
মনপুরার মেঘনায় ট্রলার সহ ৬ জেলে অপহরন উদ্ধারে কোস্টগার্ড ও পুলিশের অভিযান
লালমোহন বিডিনিউজ, মনপুরা :ভোলার মনপুরার মেঘনায় মাছ শিকারের সময় ৪ জেলে ট্রলারে হামলা চালিয়ে এক জেলে ট্রলার সহ ৬ জেলেকে অপহরন করে জলদস্যু বাহিনী। বুধবার ভোর রাত ৫ টায় মোক্তারের খাল সংলগ্ন মেঘনায় এই অপহরনের ঘটনা ঘটে।
জলদস্যু বাহিনীর হাতে অপহৃতরা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের খলিল মাঝির ট্রলারে থাকা জেলে কামাল, জাহের, বাতেন ও নেজু মাঝির ট্রলারে নেজু মাঝি। পাশাপাশি উত্তর সাকুচিয়া ইউনিয়নের কবির মাঝি ও শফিক মাঝি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান দস্যুদের হামলা ও অপহরণের ঘটনা নিশ্চিত করে জানান, দস্যু বাহিনী ৪ জেলে ট্রলারে হামলা চালিয়ে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। কোস্টগার্ডের সাথে সমন্বয় করে অপহৃতদের উদ্ধারের চেষ্ঠা চলছে।
দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, বুধবার ভোর রাতে কালকিনির জলদস্যু কালাম বাহিনী ৪ জেলে ট্রলারে হামলা চালিয়ে ৬ জেলেকে অপহরন করে নিয়ে গেছে।
আড়তদার ও জেলেদের সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে খলিল মাঝি, নেজু মাঝি, কবির মাঝি ও শফিক মাঝি চরপাতিালিয়া সংলগ্ন মোক্তারের খাল নামক স্থানের মেঘনায় ইলিশ জাল টানছিলেন। এই সময় দস্যু কালাম বাহিনী হামলা চালায়। এসময় জেলেদের এলোপাতাড়ি মারধর করে দস্যুরা খলিল মাঝির ট্রলার সহ তিন জেলে ও নেজু মাঝির ট্রলার থেকে নেজু মাঝিকে ও অপর দুই ট্রলারের কবির মাঝি ও শফিক মাঝিকে অপহরণ করে নিয়ে যায়।
এব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার লে.বোরহানউদ্দিন অপহরনের সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এই রির্পোট সর্বশেষ লেখা (বিকেল ৫ টা) পর্যন্ত অপহৃতদের উদ্ধার করতে পারেনি কোস্টগার্ড ও পুলিশ। এমনকি জলদস্যুরা অপহৃতদের আত্বীয় স্বজন ও আড়তদারদের কাছে মুঠোফোনে এখন পর্যন্ত মুক্তিপণ দাবী করেনি।