বুধবার, ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » ভোলা | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মেঘনায় ট্রলারসহ ৩ জেলে অপহৃত মুক্তিপণ দাবী
মেঘনায় ট্রলারসহ ৩ জেলে অপহৃত মুক্তিপণ দাবী
লালমোহন বিডিনিউজ, ভোলা সংবাদদাতা : :মনপুরার মেঘনায় ইলিশ ধরা অবস্থায় ট্রলারসহ ৩ জেলেকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয় আড়ৎদার ও জেলেদের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার ভোররাতে হাতিয়ার জলদস্যু বাহিনী চরপাতালিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে ১টি ট্রলারসহ ৩ মাঝিকে অপহরণ করা হয়।
অপহৃত মাঝিদের ও ট্রলারটি ছাড়িয়ে আনতে জলদস্যু বাহিনী ২লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে। ঈদের পরপরই জলদস্যুরা আবার ও ফের মেঘনায় তান্ডব চালিয়ে যাচ্ছে। জলদস্যুরা জেলেদের অপহৃত করায় জেলেদের মাঝে আতংক বিরাজ করছে।স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের সূত্রে জানা যায়, প্রতিদিনকার ন্যায় খলিল মাঝি ও নেজু মাঝি মনপুরার চরপাতালিয়া সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে । আগ থেকে ওত পেতে থাকা হাতিয়ার জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র তাক করে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে। জলদস্যুরা খলিল মাঝির ট্রলারসহ খলিল মাঝিকে ও তার ইঞ্জিনচালক বেলাল মেস্তরী এবং অপর ট্রলার থেকে নেজু মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। ট্রলারে থাকা অপর সকল জেলেদের চরপাতালিয়া চরে নামিয়ে দিয়ে যায় জলদস্যুরা । মুক্তিপনের বিনিময়ে জেলেদের ছাড়িয়ে আনার জন্য বলেন জলদস্যু বাহিনী।
এ বিষয়ে মনপুরা থানা অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টা এখনও অপহৃত মাঝি ও ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্যাহ কাজল বলেন, হাতিয়ার জলদস্যুরা আমার এলাকার ১টি মাছধরা ফিসিংবোটসহ ৩ জেলেকে চরপাতালিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে ধরে নিয়ে যায়। এখনও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। মুক্তিপনের বিনিময়ে জেলেদের ছাড়িয়ে আনার জন্য বলেছেন জলদস্যু বাহিনী ।
এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান বলেন, ঘটনাটি আমার এলাকায় ঘটেনি। এটি হাতিয়ার সীমানায় হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া জোনের কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।