বুধবার, ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিএনপি নেতার পিতার কুলখানিতে হামলা আহত - ৩০
ভোলায় বিএনপি নেতার পিতার কুলখানিতে হামলা আহত - ৩০
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন হাসান নগর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পিতা আব্দুল খালেক খানের কুলখানিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মরহুম আব্দুল খালেক খানের কুলখানি উপলক্ষে দোআ মুনাযাতের আয়োজন করা হয় । কুলখানিতে দলমত নির্বিশেষে শত শত লোকজন আসতে শুরু করলে বোরহানউদ্দিন পৌরসভার কয়েকজন কাউন্সিলরদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা রাস্তা ঘাটে পাহাড়া বসিয়ে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে । এতে বিএনপির প্রায় ৩০জন নেতকর্মী আহত হয়েছে বলে জানা গেছে । আহতদেরকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে বোরহানউদ্দিন পৌর যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিফ এর অবস্থা আশংকা জনক বলে জানা যায়।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লোক মুখে শুনেছি কিন্তু আমার কাছে এখন পযর্ন্ত কেউ অভিযোগ করেনি।