বুধবার, ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » দৌলতখান | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইউপি চেয়ারম্যানের মুক্তি ও ইউএনও এর বিচারের দাবীতে মানববন্ধন
ভোলায় ইউপি চেয়ারম্যানের মুক্তি ও ইউএনও এর বিচারের দাবীতে মানববন্ধন
লালমোহন বিডিনিউজ ,ভোলা সংবাদদাতা: ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়ার মুক্তি ও উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসনের শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ভোলা পৌর শহরের কে জাহান মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবির সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়ার মুক্তি ও নিবার্হী অফিসার কামাল হোসনের শাস্তির দাবি করেন ।
উল্লেখ্য যে, গত ২৪ জুন শনিবার দুপুর ১২ টায় চরপাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়া জেলেদের চাল বিতরণ করছিলেন। এসময় দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন এসে তাকে চাল বিতরণে বাধা দিলে চেয়ারমান ও নির্বাহী অফিসারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে চেয়ারম্যানের নাক ও ঠোট পেটে যায়। পরবর্তীতে নিবার্হী অফিসারকে লাঞ্চিত করার অভিযোগে দুপুর সাড়ে ১২ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়াকে গ্রেফতার করা হয় ।