
মঙ্গলবার, ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্র পদক প্রদান করলেন এমপি শাওন
লালমোহন ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্র পদক প্রদান করলেন এমপি শাওন
লালমোহন বিডিনিউজ, হাসান পিন্টু লালমোহন সংবাদদাতা : লালমোহন ওয়েস্টার্ণপাড়া ক্রীড়া চক্র পদক ২০১৬-২০১৭ প্রদান করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন। ওয়েস্টার্ণপাড়া ক্রীড়া চক্রের সভাপতি মোঃ ফাহাদ হাছনাইন তালুকদারের সভাপতিত্বে লালমোহনে বিভিন্ন ক্ষেত্রে অবদান, কাজের দক্ষতা ও সামজিক মর্যাদাকে মূল্যায়ন করে ২০১৬ সালের ১৪ জন ব্যক্তিত্ব ও ২০১৭ সালের ১০ জন ব্যক্তিত্ব ও সংগঠনকে পদক প্রদান করা হয়। ২০১৭ সালে প্রধান ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে এমপি আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন পদক পান। আজীবন সম্মাননা পান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও আব্দুর রাজ্জাক পঞ্চায়েত। মরোনত্তর (মুক্তিযোদ্ধা, শিক্ষা ও ক্রীড়া) মরহুম সালাহউদ্দিন আহমেদ, দক্ষ প্রশাসক মোঃ শামছুল আরিফ, মোঃ আফসার হোসেন (সাবেক ফুটবলার), মোঃ রাশেদুজ্জামান পিটার (সাবেক ক্রিকেটার), মোঃ কালাম ফয়েজী (সাহিত্য ও সংস্কৃতি), কলেজপাড়া ক্রীড়া চক্র (ক্রীড়া সংগঠন) ও মোঃ বিল্লাল হোসেন কোমল (ক্রীড়া সংগঠক)।
২০১৬ সালে পদক প্রাপ্তরা হলেন, আজীবন সম্মাননা (৩জন) ১. আব্দুল মতিন হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম মানু হাওলাদার, মরহুম মাসুদ বেপারী (মরনোত্তর)। ২. সেরা সংগঠনঃ পূর্বপাড়া ক্রীড়া চক্র, লালমোহন। ৩. সেরা পৃষ্ঠপোষক (২জন)ঃ আলহাজ সফিকুল ইসলাম বাদল (সিনিয়র), মোঃ আনিসুল হক বাদল (জুনিয়র)। ৪. সেরা ক্রীড়া সংগঠক (২জন) মোঃ রুবেল হাওলাদার (সিনিয়র), মোঃ পাভেল হোসেন (জুনিয়র)। ৫. সেরা ফুটবলার (২জন) ঃ মোঃ আঃ হাই হাওলাদার (সিনিয়র), মোঃ জাকির হোসেন (জুনিয়র)। ৬. সেরা ক্রিকেটার (২জন) শ্রী রবিন দাম (সিনিয়র), মোঃ মুসাকালিমুল্লাহ (জুনিয়র)। ৭. সেরা ক্রীড়া সাংবাদিক ঃ মোঃ জসিম জনি। ৮. সেরা ব্যক্তিত্বঃ মোঃ মাহীন। ৯. সেরা দর্শকঃ মোঃ লিটন।