আজ খুশির ঈদ
লালমোহন বিডিনিউজ : বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আজ সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ধনী-দরিদ্র সকলেই ঈদের আনন্দে মেতে উঠবে। কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছে ঈদের জামায়াতে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে প্রথম চাঁদ দেখতে পান মুসল্লিরা। পরে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানিয়েছেন, বাংলাদেশের আকাশে রোববার ১৪৩৮ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৬ জুন সোমবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে। ২৬ জুন সোমবার সারাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।