সোমবার, ২৬ জুন ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিনে ডাকাতের হামলায় আহত-৪ স্বর্ণ অলঙ্কার ও টাকা লুট
ভোলার তজুমদ্দিনে ডাকাতের হামলায় আহত-৪ স্বর্ণ অলঙ্কার ও টাকা লুট
লালমোহন বিডিনিউজ ,সোহাগ হাওলাদার : ভোলার তজুমদ্দিন উপজেলার ইন্দ্রনারায়নপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাকিম উদ্দিন হাওলাদার বাড়িতে শনিবার রাত ৯ টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা চার গৃহবধূকে আহত করে সোনার চেইন কানের দুল ও নগত ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। আহতরা হলেন, আবু ছিদ্দিক এর স্ত্রী মাফিয়া বেগম (৫০), তার ছেলে কাজলের স্ত্রী নুর জাহান (৩০), শেখ ফরিদের স্ত্রী আখি (২০), জসিমের স্ত্রী মিতু (১৯)।
আহত গৃহবধূ মাফিয়া ও তার স্বামী আবু ছিদ্দিক জানান, শনিবার রাতে ঘরের সবাই তারাবি নামাজের জন্য গেলে বাসায় মহিলা থাকায় পূর্বে ওত পেতে থাকা একই গ্রামের মোস্তাফিজের পুত্র বেলায়াত এর নেতৃত্বে শরীফ, মজনু ও মিলন তাদের ঘরে মুখোশ বেঁধে আসে। ওই সময় গৃহবধূদের ধাড়ালো অস্ত্রের মূখে জিম্মি করে ৩ টি চেইন, দুইটি কানের দুলসহ মোট প্রায় ৫ ভরি ওজনের সোনার অলঙ্কার ও নগত ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে তারা সাবাইকে এলোপাতালো পিটিয়ে আহত করেন। এসময় ডাকাত ও গৃহবধূদের ধস্থা ধস্থিতে ডাকাতদের মুখের মুখোশ খুলে যায়। পরে ডাকাতরা তাদের পরিচয় ও ঘটনা কাউকে না বলার জন্য প্রাণ নাশকের হুমকী দেয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চড়ম আতংকে দিন কাটাচ্ছে ওই পরিবার।
এব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল জানান, এ বিষয়ে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।