সোমবার, ২৬ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঈদুল ফিতরে হোন্ডা শ্রমিকদের জন্য এমপি শাওনের উপহার ! হোন্ডার ভর্তি ফি বাদ কমানো হলো মাসিক চাঁদা ও পৌর টোল ।
ঈদুল ফিতরে হোন্ডা শ্রমিকদের জন্য এমপি শাওনের উপহার ! হোন্ডার ভর্তি ফি বাদ কমানো হলো মাসিক চাঁদা ও পৌর টোল ।
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : লালমোহন পৌরসভা কতৃক হোন্ডার জন্য নির্ধারিত টোল ২০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা, নতুন হোন্ডা মালিকগন সমিতিতে ভর্তির জন্য কোন ফি দেয়া লাগবেনা এবং হোন্ডা মালিক সমিতির মাসিক চাঁদা ২০০ থেকে কমিয়ে ১০০ টাকা করার কথা বলেছেন এমপি শাওন ।
ঈদের দিন এমপি শাওনের নিজ বাসভবনে ঈদের দাওয়াতে অংশগ্রহনকারী সকলের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন ।
এসময় আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে উল্লাসে মেতে ওঠে ঈদ নিমন্ত্রনে উপস্থিত স্থানীয় হোন্ডা মালিক শ্রমিকগন ।
উল্লেখ যে গত ঈদুল আযহায় এমপি শাওন লালমোহন উপজেলার সকল রিক্সা শ্রমিকদের কে পৌরটোল মুক্ত করেছিলেন ।
এবার ঈদুল ফিতরে হোন্ডা মালিকদের উদ্দেশ্যে ঘোষনা করা এমপি শাওনের এমন বক্তব্য কে ঈদের উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লসিত উপজেলার হোন্ডা মালিক ও শ্রমিকগন ।