রবিবার, ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে ইউএনও’কে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
দৌলতখানে ইউএনও’কে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
লালমোহন বিডিনিউজ, ভোলা সংবাদদাতা : ভোলার দৌলতখানে নিবার্হী অফিসারকে (ইউএনও) লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধার অভিযোগে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়াকে বিভিন্ন অনিয়ম করার কারণে ২২ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।
স্থানীয়দের অভিযোগ তিনি মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে চাল বিতরণ করছেন। তখন সরেজমিনে এসে তাকে চাল বিতরণ করতে দেখি। মন্ত্রণালয়ের আদেশ দেখিয়ে চাল বিতরণ করতে নিষেধ করলে তিনি সরকারী কাজে বাধা ও আমাদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।’
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।