মঙ্গলবার, ২০ জুন ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » “জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭” মন্ত্রী পরিষদে অনুমোদন দেওয়ায় তথ্যমন্ত্রী’কে বনপা’র শুভেচ্ছা
“জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭” মন্ত্রী পরিষদে অনুমোদন দেওয়ায় তথ্যমন্ত্রী’কে বনপা’র শুভেচ্ছা
লালমোহন বিডিনিউজ : গতকাল ১৯শে জুন ২০১৭ইং তারিখ সোমবার “ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭” খসড়া মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়ায় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি’কে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছে।
আজ ২০শে জুন মঙ্গলবার সকাল ১০ টায় মন্ত্রী পাড়ায় তথ্য মন্ত্রী’র বাস ভবনে এই শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার অনলাইন নিউজ পোর্টালগুলো নিয়ে খুব সুন্দরভাবে কাজ করছে। ঈদ-উল-ফিতর এর পরে আমরা অনলাইন কমিশন নিয়ে আলোচনা শুরু করবো। বনপার নেতৃবৃন্দ আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছে আমরাও বনপা’র সহযোগিতায় আছি থাকবো।
এসময় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির নেতৃবন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বনপা’র সহ-সভাপতি, বি এইচ বেলাল, ৭১ সংবাদ ডট কম এর সম্পাদক ও প্রকাশক, ৭১ বাংলা টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বনপা’র সাধারন সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী, সিনিয়র সদস্য ও ইজাব টিভি’র চেয়ারম্যান এম এম মিজানুর রহমান, তাজা খবরের সম্পাদক ও প্রকাশক বনপা’র সিনিয়র সদস্য কায়সার হাসান এবং ৭১ বাংলা টিভি’র চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ফজলে রাব্বি, মেহেদি হাসান সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।