সোমবার, ১৯ জুন ২০১৭
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপি ভালো করেই জানে নির্বাচনে হারবে- ওবায়দুল কাদের
বিএনপি ভালো করেই জানে নির্বাচনে হারবে- ওবায়দুল কাদের
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভালো করেই জানে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা নিশ্চিত হারবে।
সোমবার সকালে রাজধানীর ন্যাম ভবনে সাংবাদিকদের এ সব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তাঁরা নানা অজুহাত তৈরি করছে। নির্বাচনে তাঁরা হেরে যাবেন এটা ভালো করেই জানেন। কাজেই নির্বাচনে হেরে যাওয়ার চেয়ে একেকটা অজুহাত তৈরি করে সরে যাওটাই ভালো।’
তিনি আরো বলেন, ‘ভিশন দিয়ে জেলায় জেলায় গিয়ে নিজেরা নিজেরা ধাওয়া-পাল্টা ধাওয়া, জেলায় জেলায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের ধাওয়া খেয়ে ঢাকায় ফিরে আসা, ওটা ছিল ভিশন। এখন সহায়ক সরকার দিয়ে আবার একটা তালগোল পাকাবে। তাদের রাজনৈতিক অধিকার আছে সহায়ক সরকার দেওয়ার। সহায়ক সরকার আমাদের সংবিধানে নেই।’