বুধবার, ১৪ জুন ২০১৭
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ১-১২তম শিক্ষক নিবন্ধন সনদদারীদের নিয়োগের দাবীতে আমরণ কর্মসূচী
১-১২তম শিক্ষক নিবন্ধন সনদদারীদের নিয়োগের দাবীতে আমরণ কর্মসূচী
লালমোহন বিডিনিউজ,ইউসুফ আহাম্মেদ : আজ বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত কেন্দ্রীয় ঐক্য পরিষদ হতে দফায় দফায় আলোচনা শেষে সকল রিট নেতা, সদস্যবৃন্দ ও সাধারণ নিবন্ধিত সনদধারীদের পক্ষ হতে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ই জুলাই শনিবার সকাল ৮টা হতে ঐতিহাসিক জাতীয় প্রেসক্লাব, ঢাকায় ১-১২ তম শিক্ষক নিবন্ধিত সনদধারীদের teachers ২৫৯২৮ প্রথমত রিটকারীদের এবং পর্যায়ক্রমে সকল সনদধারীদের চাকরির দাবী আদায়ের লক্ষ্যে চলমানভাবে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
শিক্ষক নিবন্ধন নিয়োগ বঞ্চিত ঐক্য পরিষদের সিনিয়র উপদেষ্টা ইউসুফ আহমেদ বলেন, এনটিআরসি যেহেতু ১-১২তম শিক্ষক নিবন্ধীতদের নিয়োগ না দিয়ে আদালতের আইনকে অমান্য করে ১৪ তমের নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করায় ১-১২ তমের নিবন্ধন সার্টিফিকেটদারীরা এই আমরণ কর্মসূচী ঘোষণা দেন। আমাদেরকে নিয়োগ না দেয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
অন্যদিকে শিক্ষক নিবন্ধন নিয়োগ বঞ্চিত ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান জীবন বলেন, যতদিন পর্যন্ত আমরা নিয়োগ পাবো না ততদিন পর্যন্ত আমরা হাল ছাড়বো না। সহ সভাপতি কল্লোল বিশ্বাস ছোটন বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্য দিয়ে করবো জয়। কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারকরা জরুরী সভায় উপস্থিত ছিলেন। উক্ত আমরণ কর্মসূচিতে, আপনারা ঐক্য পরিষদের ডাকে একত্রিত হয়ে নিজ নিজ চাকরি দাবি নিয়োগের লক্ষ্যে সচেষ্ট থাকবো। সকল শিক্ষক নিবন্ধিতগণকে আমরণ কর্মসূচিতে থেকে নিয়োগ পথ সহজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত কেন্দ্রীয় ঐক্য পরিষদ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম