বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কোচিং ব্যাণিজ্যর টাকা ভাগা ভাগিকে কেন্দ্র করে ভাংচুর,হামলা ও লুটপাট: আটক -২
লালমোহনে কোচিং ব্যাণিজ্যর টাকা ভাগা ভাগিকে কেন্দ্র করে ভাংচুর,হামলা ও লুটপাট: আটক -২
ফরহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহনে কোচিং ব্যাণিজ্যর টাকা ভাগা ভাগিকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংর্ঘষ,বাড়িতে হামলাও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, প্রায় ৩ মাস ধরে ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর চর মোল্লারজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে প্রধান শিক্ষক কয়সর আহম্মেদ কে ম্যানেজ করে কোচিং বাণিজ্য করে আসছেন একই এলাকার নিরব, জাবেদ ও রিপন সহ কয়েক জন যুবক। মঙ্গলবার রাতে ওই কোচিং ব্যাণিজ্যও টাকা ভাগা ভাগিকে কেন্দ্র করে জাবেদ, নিরব ও রিপনের মধ্যে কথার কাটা কাটির এক পর্যায়ে মার পিটের ঘটনা ও ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে একই এলাকার নিরব ও জাবেদের নেতৃত্বে ১৫/২০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে রিপনের বাড়িতে গিয়ে ঘরে ভাংচুর ও এলোপাথারী ভাবে হামলা করে স্বর্ণলংকার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় স্থানীয়রা একটি মোটরসাইকেল সহ রুবেল,সুরুজ নামের দুই জনকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। এঘটনায় রিপনের মা জহুর বেগম বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে আটককৃতদের ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।