রবিবার, ১১ জুন ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ১৫ জুন থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি
১৫ জুন থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা: আগামী ১৫ জুন থেকে লঞ্চের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টারে এই টিকিট পাওয়া যাবে।
রোববার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, ১৫ জুন সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া ঈদ উপলক্ষে ২০ জুন থেকে নিয়মিত লঞ্চের বাইরে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে।
অগ্রিম টিকিট বিক্রিতে কোনো অতিরিক্ত অর্থ আদায় হবে না বলে সভায় জানানো হয়।