রবিবার, ১১ জুন ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে বিশ্বে রোল মডেল-উপমন্ত্রী জ্যাকব
আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে বিশ্বে রোল মডেল-উপমন্ত্রী জ্যাকব
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন করে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে। আওয়ামীলীগ সরকার সবসময় শিক্ষা বান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে রোল মডেল হয়ে আছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসব কথা বলেন।
একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্টানে সহকারী লাইব্রেরিয়ান মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক।
এর আগে সকাল ১০ টায় উপজেলার ভূইয়ার হাট এলাকায় মৎস্যজীবি ও জেলেরা আয়োজিত জলদস্যুদের থেকে মুক্তির দাবীতে মানববন্ধনে উপমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত ভূইয়ারহাট ও আনন্দ বাজার সংযোগ সড়ক ও ব্রিজ উদ্বোধন করে। পরে হাজিরহাট ইউনিয়ন পরিষদে গরীব-দুস্থদের মাঝে শাড়ি বিতরন করেন। এরপর উপমন্ত্রী ৭ মৃত জেলে পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরন করেন।
এসময় তিনি আরো বলেন, “মনপুরার মেঘনা নদী হবে সর্বপ্রকার জলদস্যু মুক্ত। মনপুরার জেলেদেরকে আর সর্বস্ব হাড়াতে হবেনা। আর জিম্মি হয়ে মুক্তিপন দিতে হবে না। অনতিবিলম্বে মনপুরার মেঘনাকে জলদস্যু মুক্ত করা হবে।”
পরে হাজীর হার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সুধী সমাবেশ শেষে বেলা সাড়ে ১১ টায় হেলিকপ্টার যোগে মনপুরা ত্যাগ করেন।