শনিবার, ১০ জুন ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর মনপুরাকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় ব্যবস্থা নিয়েছেন সরকার-উপ-মন্ত্রী জ্যাকব
বঙ্গবন্ধুর মনপুরাকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় ব্যবস্থা নিয়েছেন সরকার-উপ-মন্ত্রী জ্যাকব
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা প্রতিনিধি : বঙ্গবন্ধুর মনপুরাকে মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষায় সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গন রোধে ১৯২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছেন। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সামনের শীতে সি.সি ব্লক ফেলে মনপুরাকে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা অডিটোরিয়ামে আ’লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এই কথা বলেন।
এর আগে উপমন্ত্রী জ্যাকব স্প্রীডবোটযোগে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নে গরীব-দুস্থদের মাঝে শাড়ি বিতরন করে। পরে বিকেল সাড়ে ৫ টায় মনপুরা প্রেসক্লাবের আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এছাড়াও উপমন্ত্রী বলেন, শেখ হাসিনার নের্তেৃত্বে বাংলাদেশ উন্নয়নে বিশ্বে রোল মডেল। তিনি এখন শুধু বাংলাদেশের নন, সারা বিশ্বের নেত্রী। এছাড়াও উপমন্ত্রী মনপুরা বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগ সম্পাদক একেএম শাহজাহান মিয়া, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, চরফ্যাসন আ’লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আ’লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, আ’লীগের যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক নিজাম উদ্দিন মিয়া, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় উপমন্ত্রী জ্যাকবকে ফুল দেন নবনির্বাচিত সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও মনপুরা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতারা।