শুক্রবার, ৯ জুন ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে বিএনপি সভাপতি ও যুগ্ন সম্পাদক গ্রেপ্তার
তজুমদ্দিনে বিএনপি সভাপতি ও যুগ্ন সম্পাদক গ্রেপ্তার
লালমোহন বিডিনিউজ,তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব একেএম মহিবুল্যাহ নাগর ও যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু কে তজুমদ্দিন থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার বেলা ১২টা উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কেন্দ্রিয় বিএনপি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। গ্রেপ্তারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করেছে উপজেলা ছাত্রদল, যুবদল সহ অংগসংগঠন। উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে শনিবারে উপজেলা বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠান বানচাল করার জন্য এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ একেএম শাহিন মন্ডল জানান, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসি কার্যকলাপের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।