শুক্রবার, ৯ জুন ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের মিটার সংযোগে চাঁদাবাজি ॥ মারপিট করে দুইজন হাসপাতালে ভর্তি
তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের মিটার সংযোগে চাঁদাবাজি ॥ মারপিট করে দুইজন হাসপাতালে ভর্তি
লালমোহন বিডিনিউজ ,তজুমদ্দিন প্রতিনিধি : উপজেলার চাদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের দর্জির পুল থেকে কালী বাজার পর্যন্ত পল্লী বিদ্যুতের মিটার সংযোগের নামে প্রতি মিটারে ৩ হাজার টাকা ও তার টানানোর নামে ২ শত টাকা করে আদায় করছেন ওই গ্রামের রফিজলের ছেলে মোঃ সুমন। এর প্রতিবাদ করায় একই এলাকার ইয়ামিনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় লোকাল টেকনিসিয়ান নামধারী চাঁদা আদায়কারী সুমনের। এ ঘটনার জের ধরে বুধবার দিবাগত রাতে সুমন, শামসুদ্দিন, রফিজল দলবল নিয়ে প্রতিবাদকারী ইয়ামিনের ভাই শাহাবুদ্দিন ও ভাবী ফাহিমা বেগমকে লোহার রড ও কারেন্টের ত্র দিয়ে পিটিয়ে জখম করে। আহতদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আশংকা জনক হওয়ায় জেলা সদরে স্থানান্তর করা হয়।