মঙ্গলবার, ৬ জুন ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পণ্যে প্লাস্টিকের বস্তা ব্যাবহার করায় ৬ আড়ৎ মালিককে জরিমানা
বোরহানউদ্দিনে পণ্যে প্লাস্টিকের বস্তা ব্যাবহার করায় ৬ আড়ৎ মালিককে জরিমানা
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: পলিথিন ব্যাগ ও কৃত্রিম তন্তদ্বারা প্রস্তুত ডব্লিও পিপির মোড়ক ব্যবহারে পরিবেশ মারাত্মক ক্ষতি হয় । এটি ১০০ বৎসরেও পঁচেনা বিধায় পণ্যের পাটজাত মোরকের বাধ্যতা মুলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী (২০১০এর ৫৩ নং আইন ৩ জুন ২০১৩ পর্যন্ত সংশোধিত হয়। এতে পাট পণ্য ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। আদা,পেয়াজ ও চাল পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যাবহার করায় মঙ্গলবার বোরহানউদ্দিন পৌর বাজারে বিশেষ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ আড়ৎ মালিককে ২০১০ এর ১৪ ধারায় ১৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দুস এই সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।