মঙ্গলবার, ৬ জুন ২০১৭
প্রথম পাতা » ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » “সুদের টাকা পরের টাকা সিন্ধুক ভরেছে কালিপদ কাকা”
“সুদের টাকা পরের টাকা সিন্ধুক ভরেছে কালিপদ কাকা”
লালমোহন বিডিনিউজ : “সুদের টাকা পরের টাকা সিন্ধুক ভরেছে কালিপদ কাকা” এ কথাটি এখন লালমোহনের সর্বস্তরের মানুষের মুখে মুখে । কালিপদ লালমোহনের একজন ব্যবসায়ী । মূলত সূদের ব্যবসাই তার প্রধান ব্যবসা । এ একটি মাত্র ব্যবসা যা মানুষ কে অল্প দিনে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যেতে দ্রুত সাহায্য করে । ঠিক তেমনি আঙ্গুল ফুলে বর্তমানে কলাগাছ হয়েছেন কালিপদ । আর এ কারনেই তার মনুষত্বের বিকৃতি হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ । তা নাহলে পুত্রের অপকর্ম কে বারবার প্রশ্রয় দিচ্ছেন কেন ? কেন তিনি একটি অসহায় মেয়ের আর্তনাদ শুনে ও কম্পিত হচ্ছেন না ? কেন হলুদ সাংবাদিকদের ম্যানেজ করে দ্বিপ্তির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন ? পুত্রের অপকর্ম ঢাকতে হলুদ সাংবাদিকদের আশ্রয় নিচ্ছেন । আর এ সকল হলুদ সাংবাদিকগন অর্থের মাধ্যমে ম্যানেজ হয়ে সত্যকে চাপা দিতে মিথ্যে ও বানোয়াট সংবাদ প্রচার করায় বিভ্রান্তিতে পরতে হচ্ছে বলে অভিমত সাধারণ মানুেষর । আর ফেজবুকে পোষ্ট করা সংবাদের কমেন্টেস এ কেউ কেউ লিখেছেন সকল সাংবাদিক লিখছেন এক রকম আর ওনারা লিখছেন অন্যরকম । কেউ বলছেন “দশে কি করবে বিশে তো ঠেলে”।
অপরদিকে সুদি কালিপদ কুচক্রি মহল কে ম্যানেজ করে বিনা বিচারে দ্বিপ্তিকে ফিরানোর চেষ্টায় মেতে রয়েছেন । এত মহল কে ম্যানেজ করার অর্থের উৎস যখন সূদের টাকা তখন অসহায় দ্বিপ্তি শেষ পর্যন্ত লড়ে যেতে পারবেন কিনা সাধারণ মানুষের এমন মন্তব্য থেকেই মূখে মূখে রটে গেছে “সূদের টাকা পরের টাকা সিন্ধুক ভরেছে কালিপদ কাকা ।
হালাল থাক দুরের কথা । হারামের টাকা দিয়ে অপকর্ম চাপা দিয়ে ও আরাম হবে না সুদি কালিপদের এমনটিই বিশ্বাস করছেন সাধারন মানুষ ।