
সোমবার, ৫ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তিথি হত্যার প্রতিবাদে মানববন্ধন
লালমোহনে তিথি হত্যার প্রতিবাদে মানববন্ধন
লালমোহন বিডিনিউজ : লালমোহনে মাহমুদা মেহের তিথির হত্যাকারী স্বামী রুবেলের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক সহ সুশীল সমাজ। সোমবার সকাল ১১ টায় শহরের চৌরাস্থা মোড়ে এই মানববন্ধনে লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনও অংশগ্রহন গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভের সাথে প্রশাসনকে ধিক্কার জানান, ৪ দিন পার হলেও এখনও মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়নি। অনতি বিলম্ভে তিথী হত্যা মামলার প্রধান আসামী ঘাতক মেহেদী হাসান রুবেল সহ সকল আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী করেন।
মানব বন্ধনে বক্তারা আরো বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে আসামীরা যেন পারপেয়ে যেতে না পারে সে ব্যাপারে পুলিশের উধর্ধতন কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়ার আহবান জানান।