লালমোহনে ৪৫০ পিস ইয়াবা সহ আটক-১
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে ৪৫০ পিস ইয়াবা সহ এক জনকে আাটক করা হয়েছে। ৫জুন সোমবার সকাল ১১ টায় লালমোহন সদর রোডের আরজু হোটেলের সামনে থেকে রুবায়েত হোসেন ফাহিম (২৩ ) নামে একজন কে আটক করা হয়েছে। ফাহিমের চট্রগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মসজিদ মহল্লার ১৭০ নম্বর ভাড়াটিয়া বাড়ির সৌদি প্রবাসী আইয়ুব আলীর ছেলে। তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার পাঠান দন্ডি ইউনিয়নে। ফাহিম চট্রগ্রাম হাজী মহসিন কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। গোপন সংবাদের ভিত্তিতে লালেেমাহন থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির সহ পুলিশ তাকে গ্রেফতার করে। এব্যাপারে লালমোহন থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির বলেন, গোপন সংবাদ পেয়ে ফাহিমের পিছনে সোর্স লাগানো হয়। ফাহিম চট্রগ্রাম থেকে রবিবার রাতে বাসে উঠে এবং ভোলা হয়ে সোমবার ১১ টায় বাস থেকে লালমোহনে নামার সাথে সাথে সদর রোড থেকে তাকে গ্রেফতার করি। প্রাথমিক জিঙ্গাসাবাদে সে তার কলেজের এমরান নামে এক ছাত্র নেতার এই ইয়াবার চালান এখানকার জৈনক জান্টুর কাছে নিয়ে এসেছে বলে স্বীকার করে। এব্যাপারে পুলিশ তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই বাছাই সহ এর সাথে এখানকার কারা জড়িত তা বের করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে থানা সুত্রে জানাগেছে।