রবিবার, ৪ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঘরের বাহিরে অসহায় দ্বিপ্তির অনশন ভিতরে স্বাচ্ছন্দে কালিপদের পরিবার । নৈপথ্যে ষড়ন্ত্রের জাল
ঘরের বাহিরে অসহায় দ্বিপ্তির অনশন ভিতরে স্বাচ্ছন্দে কালিপদের পরিবার । নৈপথ্যে ষড়ন্ত্রের জাল
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু : রাজধানী ঢাকার গাজিপুর এলাকার দ্বিপ্তির সাথে প্রেমের সম্পর্ক পরিশেষে বিয়ে করে লালমোহনের প্রবীণ ব্যবসায়ী কালিপদের ছেলে উজ্জল । প্রেম আর বিয়ের স্বাদ মিটে গেলে দ্বিপ্তিকে ফেলে নিজ এলাকায় পলায়ন করে উজজ্জল । স্বামীকে হারিয়ে দিশেহারা দ্বিপ্তি হন্য হয়ে খুঁজতে থাকে এদিক সেদিক । অবশেষে দ্বিপ্তি জানতে পারে উজ্জল তার নিজ এলাকা লালমোহনের বাড়িতে অবস্থান করছে । আর তাই প্রায় ২২দিন পূর্বে স্বামীর খোঁজে সূদুর ঢাকা থেকে লালমোহনে পাড়ি জমায় দ্বিপ্তি। দ্বিপ্তি প্রথমেই তার স্বামী উজ্জলের বাসায় আসলে উজ্জলের পরিবার তার সাথে দূর্ব্যাবহার করে তাকে তাড়িয়ে দেয় । শত অপমান আর হুমকির পর ও হাল ছাড়েনি দ্বিপ্তি । দীর্ঘদিন লালমোহনেই অবস্থান করে আশায় বুক বাঁেধ যে হয়তো স্বামী তাকে গ্রহন করবে । কিন্তু দীর্ঘদিনে ও যখন উজ্জলের সুমতি হয়নি ঠিক তখনি দ্বিপিÍ সিদ্ধান্ত নেয় অনশনের । অবশেষে রবিবার সকালে দি¦প্তি তার স্বামী উজ্জলের বাসার সামনে এসে অনশনে বসে এমনটাই জানালেন কালিপদের পুত্রবধুর দাবীদার দ্বিপ্তি ।
অপরদিকে পুত্রবধূ যাতে ঘরে ঢুকতে না পারে তাই ঘরের দরজা বন্ধ করে সাচ্ছন্দে দিনাতিপাত করছেন কালিদাশের পরিবার । প্রতক্ষ্যদশীদের মতে, দ্বিপ্তিকে দেখে ভয়ে ঘরের দরজা না খুলে যেন সেচ্ছায় গৃহবন্ধি হয়ে রয়েছে কালিপদের পরিবার। অপরদিকে দ্বিপ্তি সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, তারা ঘরের দরজা বন্ধ করে বিভিন্ন জনের মাধ্যমে আমাকে সরানোর প্রক্রিয়া চালানো হচ্ছে ।
পুত্রবধূর দাবীতে কালিপদের ঘরের সামনে একটি অসহায় মেয়ের অনশনের সংবাদ শুনে সংবাদকর্মীরা হাজির হলে উৎসূক জনতার ভীড় জমে যায় । এসময় দ্বিপ্তির কাছ থেকে অভিযোগ শুনে কালিপদের পরিবরের কাছে বক্তব্য জানার শত চেষ্টা করে ও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
দ্বিপ্তি কি ফিরে পাবে তার স্বামীকে ? এমনটিই এখন আলোচনা যেন লালমোহন জুড়ে ।