রবিবার, ৪ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুত্রবধুর দাবীতে কালিপদের ঘরের দুয়ারে দ্বিপ্তির অনশন
লালমোহনে পুত্রবধুর দাবীতে কালিপদের ঘরের দুয়ারে দ্বিপ্তির অনশন
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু : লালমোহনের স্বনামধন্য ব্যবসায়ী কালিপদের ছেলে উজ্জল এর স্ত্রীর দাবী নিয়ে ঢাকার গাজিপুর এলাকার দ্বিপ্তি রানি দাস এখন লালমোহনে ।
উজ্জলের পরিবারের কাছে খোঁজ নিতে গেলে সে বাসায় নেই বলে দ্বিপ্তিকে তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ করে দ্বিপ্তি । শশুর শাশুরী তাকে ঘরে ঢুকতে না দিলে ও হাল ছাড়েনি দ্বিপ্তি ।
দীর্ঘ ২২ দিন স্বামীকে হন্য হয়ে খূঁজে বেরিয়ে না পেয়ে নিরুপায় হয়ে উজ্জলের ঘরে খোঁজে অবশেষে শশুর কালিপদের বাসার সামনে অনশনে বসে আছেন । …………………………চলবে ।