রবিবার, ৪ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পারিবারিক বিরোধের জেরে তিন জনকে পিটিয়ে আহত
লালমোহনে পারিবারিক বিরোধের জেরে তিন জনকে পিটিয়ে আহত
লালমোহন বিডিনিউজ , লালমোহন প্রতিনিধি : লালমোহনে পারিবারিক বিরোধের জেরে তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩ টায় চরলক্ষি ৮ নং ওয়ার্ডের আমিন উদ্দিন হাওলাদার বাড়িতে যায়গা জমির বিরোধের জেরে ড্রাইভার ইব্রাহিমের স্ত্রী ফারজানা, এবং নাছির ড্রাইভারের স্ত্রী রুনা বেগম সহ ছয় বছরের শিশু শ্রেনীর ছাত্র ফারহানকে পিটিয়ে আহত করে । একই বাড়ির ছামছল হকের ছেলে জাফর, জাফরের ছেলে রায়হান, সুমন, এবং জাফরের স্ত্রী মাইনুর। বর্তমানে ফারজানা সহ তিন জন লালমোহন সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়াও তারা ফারজানার কানের ১ বড়ি স্বর্নের চেইন ও রুনার আট আনা স্বর্নের কানের দুল নিয়ে যায়। এব্যাপারে ফারজানা বলেন, আমাদের সাথে ছামছল হাওলাদার গংদের সাথে প্রায় ২ একর সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল যা গত ২ মাস পূর্বে স্থানীয় চেয়ারম্যান আক্তার হোসেন ও মেম্বার শাহাবুদ্দিন হাওলাদার শালিসি করে ফয়সালা করে দেয়। চেয়ারম্যানের শালিসির পর ছামছল গংরা আরো ব্যাপরোয়া হয়ে পরে। প্রায় সময় জাফর ও সুমন গায়ে পরে আমাদের সাথে বিবাধ করতে চেষ্ঠা করে এবং অকর্থ ভাষায় গালি গালাজ করে। আজ তারা পরিকল্পিত ভাবে আমাদের বাসায় ঢুকে আমাদের কে ব্যাপক ভাবে লাথি, থাপ্পর ও লাঠি দিয়ে আঘাত করে এবং আমার ১ বড়ি স্বর্নের চেইন ও রুনার কানের দুল নিয়ে যায়। এব্যাপারে ছামছল গংদের সাথে যোগাযোগের চেষ্ঠা করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।