শনিবার, ৩ জুন ২০১৭
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মেয়েসহ স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী
ভোলায় মেয়েসহ স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী
লালমোহন বিডিনিউজ ,জুয়েল সাহা /বিকাশ,ভোলা: ভোলার দৌলতখানে এক বছরের মেয়েসহ স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী । হত্যার পর ঘটনা ধামা-চাপা দেয়ার জন্য ঘরে আগুন লাগিয়ে দিয়েছে সে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারিপার্শিক অবস্থা দেখে ঘাতক স্বামীকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের পাটোয়ারী বাড়ির নাছির পাটোয়ারির ছেলে ট্রাক চালক বিল্লাল হোসেন গতকাল রাত ২ টার দিকে স্ত্রী শাহনাজ বেগম ও এক বছরের মেয়ে মোহনাকে হত্যা করে লাশ গুম করার জন্য ঘরে আগুন লাগিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী বিল্লালকে গ্রেফতার করে।
এদিকে, নিহতের স্বজনরা জানিয়েছে, বিল্লাল এর আগেও একটি বিয়ে করেছে। বর্তমানে আরেকটি বিয়ে করতে চাচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জেরে গতকাল রাতে সে এ হত্যাকান্ড ঘটায়।