বুধবার, ৩১ মে ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ, পাওনা টাকা চাওয়ায় হামলা।
বোরহানউদ্দিনে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ, পাওনা টাকা চাওয়ায় হামলা।
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সৌদি আরব পাঠানোর নামকরে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে অতঃপর পাওনা টাকা চাওয়ায় হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৬ সালে সৌদি পাঠানোর নাম করে টবগী ইউনিয়নের জসিমের কাছ থেকে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে পক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফরাজী বাড়ীর সোহাগ, জুয়েল, নাইম।পরে সৌদি না পাঠানোর কারণে পাওনা টাকা চাওয়ায় বুধবার জসিমকে পিটিয়ে আহত করে টাকা আত্মসাৎ কারীরা। এসময় স্থানীয় লোকজন জসিমকে উদ্ধার করে বোরহান উদ্দিন হাসপাতালে ভর্তি করেন। জসিমের বাড়ীতে গিয়ে এ হামলা চালায় টাকা আত্মসাৎ কারীরা। এব্যাপারে অভিযুক্ত সোহাগের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।