মঙ্গলবার, ৩০ মে ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনের চাঁদপুরে উম্মুক্ত বাজেট ঘোষনা
তজুমদ্দিনের চাঁদপুরে উম্মুক্ত বাজেট ঘোষনা
লালমোহন বিডিনিউজ ,তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য জনতার মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও চাদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্জ ফকরুল আলম জাহাঙ্গীর ৪ কোটি ১১ লক্ষ ৩ হাজার ৪ শত ৬৩ টাকার উম্মুক্ত বাজেট পেশ করেন। গ্রামীন অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদ নিজেরা এই বাজেট অনুষ্ঠানের আয়োজন করেন। গতকাল সকালে চাদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত জনতার মুখোমুখি উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ অহিদউল্যাহ জসিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালালউদ্দিন। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, ইউপি সদস্য মাষ্টার তৈয়বুর রহমান, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, নুর হাফেজ, মোস্তফা কামাল, মমতাজ বেগম, নারগিস বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন চাদপুর ইউপি সচিব মোঃ আবদুল করিম। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত ও ইফতার বিতরন করা হয়।