রবিবার, ২৮ মে ২০১৭
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » শনিবার থেকেই আমতলীতে রোজা শুরু করেছে ৫ সহাস্রাধিক পরিবারে
শনিবার থেকেই আমতলীতে রোজা শুরু করেছে ৫ সহাস্রাধিক পরিবারে
লালমোহন বিডিনিউজ : সৌদি আরবের সাথে মিল রেখে শনিবার থেকে রমজান মাসের প্রথম রোজা রাখা শুরু করছে আমতলীসহ বরগুনা জেলার প্রায় ৫ সহাস্রাধিক আহমাদিয়া জামাত (কাদেরিয়া তরিকার) অনুসারীরা।
জানা গেছে, জেলার আমতলী .পাথরঘাটা, বরগুনা সদর. বেতাগী উপজেলার কাদেরিয়া তরিকার পীরের অনুসারীরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর এক দিন আগে রোজা রাখা শুরু করেন এবং একদিন আগে ঈদুল ফিতর ও ঈদূল আযহা উৎযাপন করেন। তারা শুক্রবার রাতে সেহেরী খেয়ে রমজান মাসের প্রথম রোজা রাখা শুরু করেছে।
গোজখালী ছলিমাবাদ দরবার শরীফের খাদেম মোঃ হারুন অর রশিদ জানান, বরগুনা জেলার বিভিন্ন ইউনিয়নে কাদেরিয়া তরিকার প্রায় ৫ সহাস্রাধীক অনুসারীরা আজ শনিবার থেকে রোজা রাখছেন।