বুধবার, ১৩ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » সরকারি চাকুরেদের বেতন সর্বোচ্চ ৭৫ হাজার, সর্বনিম্ন ৮৫২০ টাকা সুপারিশ
সরকারি চাকুরেদের বেতন সর্বোচ্চ ৭৫ হাজার, সর্বনিম্ন ৮৫২০ টাকা সুপারিশ
সোহেল ঢাকা : সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ বেতন ৭৫ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন।
জাতীয় বেতন স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের জন্য গঠিত পে-কমিশনের রিপোর্টে এ সুপারিশ করা হয়।
বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, বুধবার সকালে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা তার কাছে পে-কমিশন রিপোর্ট জমা দিয়েছেন। এতে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার প্রস্তাব রয়েছে।
অথর্মন্ত্রী বলেন, কমিশনের এই প্রস্তাব যাচাই করে চূড়ান্ত করা হবে। নতুন বেতন স্কেল আগামী ১ জুলাই থেকে কার্কর হবে বলে জানান তিনি।