মঙ্গলবার, ২৩ মে ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় টানা বেষ্ট অফ ওসি প্রথম অসীম, দ্বিতীয় খায়রুল
ভোলায় টানা বেষ্ট অফ ওসি প্রথম অসীম, দ্বিতীয় খায়রুল
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা : ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মবিবেচনায় মাদক দ্রব্য উদ্ধার,জিনের বাদশা আটক, সন্ত্রাস-অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বর্পূণ ভূমিকা রাখা টানা চতুর্থবারে মত বেষ্ট অফ ওসি প্রথম হয়েছে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার, এছাড়াও টানা চতুর্থবারের মত দ্বিতীয় হয়েছেন ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ও তৃতীয় হয়েছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক।
গত ২১ মে রোববার ভোলা পুলিশ লাইনে পুলিশের মাসিক কল্যাণ সভায় মোট ৩১ জন পুলিশ সদস্যকে এ পুরস্কার তাদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন সভাপতিত্বে উপস্থিত ছিলো অতিরিক্ত পুলিশ সুপার সাইফউদ্দিন শাহিন, এএসপি হেড কোয়ার্টার ভোলা শেখ সাব্বির হোসন, সিনিয়র পুলিশ সুপার সার্কেল রফিকুল ইসলাম, সিনিয়র পুলিশ সুপার তজুমদ্দিন সার্কেল শামীম কুদ্দুছ ভূইয়াসহ জেলায় কর্মরত বিভিন্ন থানা ও ফাঁড়ির ওসিসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন
এসময় পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, গত মাসে ভোলায় মাদক বিরোধী অভিযানের ফলে যে পরিমান মাদক আটক দ্রব্য আটক হয়েছে তা গত ৫ বছরের ও হয়নি। এদিকে টানা চতুর্থবারে মত বেষ্ট অফ ওসি অসীম কুমার সিকদার জনান, আমার বাবা একমত বীর মুক্তিযোদ্ধা। আমি তার আর্দশে বড় হয়েছি। তিনি এ দেশ স্বাধিন করার জন্য নিজের জীবন বাঁজী রাখতে একটুও পিছূ হটেনি। আর আমি তার সন্তান। আমি এ দেশ থেকে সন্ত্রানসহ বিভিন্ন অপরাধ দমনে নিজের জীবন বাঁজী রাখতে একটুও চিন্তা করবো না।
উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এ চার মাস টানা বেষ্ট অফ ওসি অসীম কুমার সিকদার ও দ্বিতীয় মীর খায়রুল কবির হয়েছেন।