রবিবার, ২১ মে ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » পুলিশের ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশীপে স্বর্ণ ও রৌপ্য পদক পেলো দ্বীন ইসলাম ও ভোলার ছেলে জুয়েল রক্ষিত
পুলিশের ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশীপে স্বর্ণ ও রৌপ্য পদক পেলো দ্বীন ইসলাম ও ভোলার ছেলে জুয়েল রক্ষিত
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি: বিশ্বের ১৯টি দেশের মধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সম্প্রতি ১৮ তম মাইলো ইন্টার ন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৭ অনুষ্ঠিত হয়ে গেলো। চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো ফেডারেশনের পক্ষ থেকে তিন সদস্যের বাংলাদেশ দল অংশ গ্রহণ করে তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের ২ সদস্য ১টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক অর্জন করেন। বাংলাদেশ দলের মোঃ দ্বীন ইসলাম মৈশান মাইনাস ৬০ কেজি কুমিতে ইভেন্টে ইন্দোনেশিয়ার খেলোয়াড় ড্যানি আর্দনিয়াহকে হারিয়ে স্বর্ণ পদক অর্জন করেন। এছাড়া ওপেন মাস্টার্স কুমিতে ও কাতা ইভেন্টে অংশ নিয়ে ২টি রৌপ্য পদকসহ মোট ৩টি পদক একাই অর্জন করেন বাংলাদেশ পুলিশ দলের বর্ষসেরা (২০১৬) কারাতেকা দ্বীন ইসলাম। অপর রৌপ্য পদকটি অর্জন করেন বাংলাদেশ পুলিশ দলের কারাতেকা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের বাসিন্দা সমির রক্ষিতের একমাত্র ছেলে জুয়েল রক্ষিত। তিনি মাইনাস ৬৭ কেজি কুমিতে ইভেন্টে স্বাগতিক মালয়েশিয়ার খেলোয়াড়ের কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক অর্জন করেন। এসময় বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো ফেডারেশনের চেয়ারম্যান নাজমুল মোর্শেদ। উল্লেখ্য চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ছাড়াও ভারত,নেপাল,স্বাগতিক মালয়েশিয়া,সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ মোট ১৩টি দেশ অংশ গ্রহণ করে। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে তার আত্মীয়-স্বজন , সহপাঠি ও বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সকল সদস্যবৃন্দ।