শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ৮ কেজি হরিণের মাংসসহ ১ যুবক আটক
মনপুরায় ৮ কেজি হরিণের মাংসসহ ১ যুবক আটক
লালমোহন বিডিনিউজ,সীমান্ত হেলাল, মনপুরা :ভোলার মনপুরায় ৮ কেজি হরিণের মাংসসহ আবু সাইদ(৩২) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ.এস.আই ইমরান শরীফের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার সিকদারহাট বাজারের আবু বক্কর এর চায়ের দোকানের সামনে থেকে হরিণের মাংসসহ আটক করে। আটককৃত আবু সাইদ (৩২) উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
জানা গেছে, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদারহাট বাজারে একদল হরিণ শিকারী রাতের আঁধারে হরিণ জবাই করে মাংস ভাগবাটোয়ারা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। পরে সিকদারহাট বাজারের আবু বক্কর এর চায়ের দোকানের সামনে থেকে ৮ কেজি হরিণের মাংসসহ আবু সাঈদ কে আটক কওে পুলিশ। এসময় সঙ্গে থাকা একই এলাকার অপর শিকারী আরিফ পালিয়ে যায়।
এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, ৮ কেজি হরিণের মাংসসহ আটককৃত আবু সাঈদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।