শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে পরকীয়ায় ধরা পরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা।। প্রেমিক আটক
তজুমদ্দিনে পরকীয়ায় ধরা পরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা।। প্রেমিক আটক
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম : ভোলার তজুমদ্দিন উপজেলার চাদঁপুর ৮নং ওয়ার্ডের উত্তর কালাশা এলাকার বাসিন্দা উমেষ চন্দ্র দাসের মেয়ে ও চরফ্যাশন উপজেলার বাসিন্দা সৌদি আরব প্রবাসী পরেশ চন্দ্র দাসের স্ত্রী জিকু রাণী দাসের (৩০) সাথে একই
এলাকার শান্তিরঞ্জণ পালের ছেলে দ্বীপংকর পালের (৩২) সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জের ধরে গতকাল ১৮ই মে রাত প্রায় দেড়টার সময় জিকু রাণী দাশের সাথে মোবাইলে কথা বলে তার ঘরে দ্বীপংকর ডুকে পড়ে। এক পর্যায়ে এলাকাবাসী টের পেয়ে জিকু রাণীর ঘর ঘিরে ফেলে। এবং দ্বীপংকর কে হাতে নাতে ধরে ফেলে তাকে বেধে রাখে। অপর দিকে জিকু রাণী তার মাকে রুম থেকে বের করে দিয়ে এলাকার লোক লজ্জার ভয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে জিকু রাণীর মায়ের চিৎকারে লোকজন এসে রুমের দরজা ভেঙ্গে দেখে জিকু রাণী আত্মহত্যা করেছে। পরবর্তীতে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দ্বীপংকর কে আটক করে এবং লাশ
উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরন করে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বিদেশ থাকার কারনে জিকু রাণী দাস চরফ্যাশনে তার স্বামীর বাড়িতে না থেকে তার ছয় বছর বয়সী কণ্যা সন্তান পরশী কে নিয়ে তজুমদ্দিনে বাবা মা`র সাথে বাপের বাড়িতেই থাকতেন। নিহত জিকু রাণীর স্বামী ২ বছর যাবত বিদেশ থাকায় ইলেকট্রনিক ব্যাবসায়ী ও শায়েস্তাকান্দি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপকংরের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল জানান, এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা
প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দ্বীপংকর নামে একজন কে গ্রেপ্তার করেছি। এবং নিহতের ময়না তদন্তের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।