লালমোহনে মাদ্রাসা দপ্তরির আত্বহত্যা
লালমোহন বিডিনিউজ ,মিজানু রহমান লিপু : লালমোহনে মাদ্রাসার দপ্তরি আত্বহত্যা করেছে। ২০ মে শনিবার হরিগঞ্জ আলহাজ¦ আঃ মোতালেব মিয়া দাখিল মাদ্রাসার পিওন দেলোয়ার (২৫) মাদ্রাসা ছুটির পর অফিস কক্ষের ভিতর থেকে দরজা জানালা আটকিয়ে ফ্লাগ টানানোর রশি দিয়ে আত্বহত্যা করে। বিকাল অনুমান ৪টার দিকে মাদ্রাসার সহকারী শিক্ষক আক্তার হোসেন মাদ্রাসার কাজে সেখানে গেলে দেখে অফিসের দরজা জানালা আটকানো অবস্থায়। সে অনেক ডাকাডাকির পর আলাপ না পেয়ে দেওয়ালের ফাকঁ দিয়ে তার লাস জুলতে দেখে। খবর পেয়ে বিকাল সাড়ে পাচঁটার দিকে লালমোহন থানার ওসি তদন্ত হাবিবুর রহমান সহ পুলিশ গিয়ে লাস উদ্বার করে। দেলোয়ার চরভুতা ১ নং ওয়ার্ডের হোসেন হাজি বাড়ির মৃতঃ আবু তাহেরের ছেলে। তিন ভাই ১ বোনের মধ্যে দেলোয়ার দ্বিতীয় সন্তান। কি কারনে দেলোয়ার আত্বহত্যা করেছে তা জানাযায়নি। এব্যাপারে মাদ্রাসার সুপার মাওঃ ইব্রাহিম বলেন, আজ মাদ্যাসার ১ম সাময়িকের ইংরেজি পরীক্ষা ছিল। দুপুর ১ টায় পরীক্ষা শেষ হলে সবাই চলে যায়। দেলোয়ার কেন আত্বহত্যা করল তা বুঝতে পারলাম না। এব্যাপারে লালমোহন থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির বলেন, লাস পোর্স্টমটাম কর হবে।
এব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।মামলা নং৭ তারিখ ইং ২০-০৫-১৭ ।