ভোলায় পুলিশের অভিযানে ২২ গ্রেফতার
লালমোহন বিডিনিউজ ,জুয়েল সাহা ভোলা : ভোলার সাত উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভূক্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ভোলা সদর থেকে ২ জন, দৌলতখান থেকে ২, বোরহানউদ্দিন থেকে ৭ জন, তজুমদ্দিন থেকে ২, লালমোহন ৩ জন, চরফ্যাশন থেকে ৫ জন ও মনপুরা উপজেলা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।