বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ৬ হাজার ১১৮ পিচ ইয়াবাসহ নারীসহ আটক দুই
ভোলায় ৬ হাজার ১১৮ পিচ ইয়াবাসহ নারীসহ আটক দুই
লালমোহন বিডিনিউজ ,জুয়েল সাহা ভোলা : ভোলার সদর উপজেলা ইলিশা ফেরিঘাট থেকে ৬ হাজার ১১৮ পিচ ইয়াবাসহ ফারহানা (২১) ও তার স্বামী মোঃ রুবেলকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদের আটক করা হয়েছে। আটককৃত দম্পতি ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার বাসিন্দা ও ভোলার আলোচিত মাদক ব্যবসায়ী।
ভোলা মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তিনি আরো জানান, তারা ইয়াবা নিয়ে লক্ষীপুর জেলার মজু চৌধুরী ঘাট থেকে সী-ট্রাক দিয়ে ভোলা আসছিল। ওই সময় পুলিশ থেকে এ ইয়াবা উদ্ধার করে।