রবিবার, ১৪ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সাব জেল স্থাপনের দাবী সচেতন মহলের
চরফ্যাশনে সাব জেল স্থাপনের দাবী সচেতন মহলের
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন সিনিয়র সহকারি জজ, যুগ্ন জজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদের জামিন নামঞ্জুর হওয়ার পর আসামীদের নিয়ে দীর্ঘ ৭৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাত্রী বাহি বাস যোগে ভোলা জেল হাজতে আসামী নিয়ে যেতে হয় পুলিশকে। যা পুলিশের জন্য ঝুঁকি পুর্ন। আসামী নিয়ে ভোলা জেল হাজতে যাওয়ার সময় পুলিশের হাত থেকে আসামী পলায়নের পর চরফ্যাশনে একটি সাব জেল স্থাপনের দাবী উঠেছে সচেতন মহল থেকে।