
শনিবার, ১৩ মে ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েই দেশে জঙ্গীবাদের সৃষ্টি করেছে…….ভোলায় বাণিজমন্ত্রী
জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েই দেশে জঙ্গীবাদের সৃষ্টি করেছে…….ভোলায় বাণিজমন্ত্রী
লালমোহন বিডিনিউজ ,জুয়েল সাহা, ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েই দেশে জঙ্গীবাদের সৃষ্টি করেছে। খালেদা জিয়াও একই পথ অনুস্মরণ করে দেশে জঙ্গীবাদের বিস্তার ঘটিয়েছে। তোফায়েল আহমেদ আজ দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে একথা বলেছেন। এসময় তিনি দলীয় নেতা-কমীদের ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদ মোকাবেলার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের প্রশাসক মোঃ আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোতকার হোসেনসহ প্রমূখ।