শনিবার, ১৩ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে আদালতের তিন পুলিশ সাময়িক বরখাস্ত
চরফ্যাশনে আদালতের তিন পুলিশ সাময়িক বরখাস্ত
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন আদালতে হাজিরা শেষে ভোলা জেল হাজতে নেয়ার সময় পুলিশের হ্যান্ডকাপ রেখে পালিয়েছে আসামী রফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে ভোলা বাসস্টান্ড এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় চরফ্যাশন আদালতের সিএসআই মো.শাখাওয়াত হোসেন বাদী হয়ে পলায়নকারী আসামী রফিকুল ইসলাম’র বিরুদ্ধে ভোলা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানাগেছে পুলিশের হাত থেকে আসামী পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে চরফ্যাশন আদালতের ৩ পুলিশকে সাময়িক বরখাস্ত করে ভোলা পুলিশ লাইনে নেয়া হয়েছে । পুলিশ সদস্যরা হলেন- এটিএসআই আবদুল বারেক, কনস্টেবল বাহাদুর ও আবদুল জব্বার।
আদালতের সিএসআই মো.শাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশন সিনিয়র সহকারি জজ আদালতের পারিবারিক মামলা নং ০৯/১২’র আসামী চরশশীভুষণ এলাকার নুরুল ইসলামের পুত্র মো.রফিকুল ইসলাম দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। বৃহস্পতিবার শশীভূষণ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। চরফ্যাশন আদালতের হাবিলদার আবদুল বারেক, কনস্টেবল বাহাদুর ও পুলিশ আবদুল জব্বার যাত্রী বাহি বাস যোগে আসামীকে নিয়ে ভোলা বাসষ্টান্ডে পৌছলে কৌশলে হ্যান্ডকাপ খুলে আসামী রফিকুল ইসলাম পালিয়ে যায়।
ভোলা জেলা পুলিশ সুপার মো.মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব অবহেলায় ৩পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে রাখা হয়েছে।