বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের কৃষকের উৎপাদিত মুগডাল রপ্তানি হচ্ছে বিদেশে
চরফ্যাশনের কৃষকের উৎপাদিত মুগডাল রপ্তানি হচ্ছে বিদেশে
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি :ভোলার চরফ্যাশনে কৃষকের উৎপাদিত মুগডাল নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাজার ছেড়ে বিদেশে। জাপানি রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্রামীণ ইউগ্লেনা এ মুগডাল কিনতে শুরু করেছে। বৃহস্পতিবার(৪মে) চরফ্যাশন উপজেলার শশীভুষণ বাজার থেকে সকালে কৃষকদের কাছ থেকে রপ্তানী কারক প্রতিষ্ঠানটির প্রতিনিধি জাপানি এক নাগরিক গ্রামীণ ইউগ্লেনার ম্যানেজার তমোইয়াসু এবানা মুগডাল সংগ্রহের কাজ উদ্ধোধন করেছেন। এ সব সংগ্রহকৃত মুগডাল জাপানে অংকুরিত করার মাধ্যমে সালাদ হিসাবে ব্যাপক জনপ্রিয়।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জেলায় মুগডাল উৎপাদন ও বাজারজাত করণের প্রকল্পে কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলায় ৫টি উপজেলায় ৮ হাজার কৃষক মুগডাল উৎপাদন করে, উৎপাদন কৃত মুগডাল রপ্তানির উদ্যেশ্যে কৃষকদের কাছ থেকে ক্রয়ের লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাসুম সরকার, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. মোস্তফা কামাল, ভ্যালু চেইন ফেসিলিটেটর মো. আবুবকর, প্রমূখ। কৃষকরা জানায় এভাবে ডাল বিক্রি করতে পেরে তারা অনেক খুশি ও লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন।