ভোলায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
জুয়েল সাহা, ভোলা ॥ ভোলার দৌলতখান উপজেলা মোঃ ছাদেক (৬২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাদেক উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত সামছুলহকের ছেলে। বুধবার সকালে ওই এলাকার চরশুভী মাদাসার দক্ষিণ পাশে আম গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতখান পুলিশ।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা এখন পর্যন্ত বলা যাচ্ছেনা।