রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে তরমুজ চাষীদের স্বপ্নভঙ্গ
চরফ্যাশনে তরমুজ চাষীদের স্বপ্নভঙ্গ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন :তরমুজ উৎপাদনের জন্য সুপরিচিত চরফ্যাশন উপজেলার চাষীদের মুখে এবার হাসি নেই। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত মৌসুমের তুলনায় প্রতি হেক্টর জমিতে ৩৫ টন ফলন কম হয়েছে রসালো এ ফলটির। ফলে এ মৌসুমে ৩ লাখ ২২ হাজার টন ফলন কম পেয়েছেন চাষীরা। এ কারণে মৌসুমী এই ফল আবাদে চাষীরা নিরুসাহিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে ৯ হাজার ২০০ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার হেক্টর। প্রতি হেক্টরে ৩০ মেঃ টন হারে ২ লাখ ৭৬ হাজার টন ফলন হয়েছে। প্রতি হেক্টরে লক্ষ্যমাত্র ছিল ৬০ মেঃ টন। এর মধ্যে প্রতিকূল আবহাওয়ার কারণে ৯০ শতাংশ ফলন নষ্ট হয়ে গেছে। এর আগে ২০১৬ সালে ১০ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ৫০০ হেক্টর। প্রতি হেক্টরে ৬৫ টন হারে ৬ লাখ ৫০ হাজার টন ফলন হয়। এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় প্রতি হেক্টরে ৩৫ টন ফলন কম হয়েছে। তাতে ৩ লাখ ২২ হাজার টন ফলন কম পেয়েছেন চাষীরা।
স্থানীয় তরমুজ চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দু,তরফা টানাবর্ষণে উপজেলা চরফ্যাশনের নীলকমল, নুরাবাদ, আমিনাবাদ, জিন্নাগড়, চরকলমী, নজরুলনগর, জাহানপুর, চরমানিকা ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার চাষীদের বাড়তি আয়ের অবলম্বন তরমুজ। তাই তারা পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে দরিদ্র চাষীরা দাদন ব্যবসায়ী ও ঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। তরমুজ ক্ষেত টিকে থাকলেও পুঁজির টাকা উঠানো ছাড়া মুনাফার মুখ খুব কমসংখ্যক চাষীই দেখেছেন।
উপজেলার জাহানপুর ইউনিয়নের জাহানপুর গ্রামের তরমুজ চাষী আক্তার হোসেন বলেন, মহাজনের কাছ থেকে ২ লাখ টাকা দাদন আনছি। ভাবছিলাম গত বছরের তুলনায় এবার অনেক লাভ হবে। কিন্তু লাভ তো দূরের কথা, মূলধনই শেষ।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার বলেন, দু,তরফা টানা বৃষ্টির কারণে এ বছর তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আবাদের ৯০ শতাংশ তরমুজ ক্ষেত নষ্ট হয়ে গেছে। এভাবে যদি আগামী বছরগুলোতেও ক্ষতি হয়, তাহলে তরমুজ চাষীদের সংখ্যা কমে যেতে পারে।